রোববার   ২৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬০

গাজীপুরে মোজার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩  

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়াই গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামের মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামের একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

জানা যায়, কেমিক্যালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পানির সুব্যবস্থা না থাকায় ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে ব্যাপক বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

এই বিভাগের আরো খবর