বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৯

গাজীপুর সদরে বনভূমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকা বন বিভাগের অধীনে ওই বনভূমি প্রায় দুই দশক আগে জবরদখল হয়ে যায়।রাজেন্দ্রপুর রেঞ্জের সহকারী বন সংরক্ষক শামসুন্নাহার শ্রাবণী জানান, সালনা বিটের ১৪ নম্বর জোলারপাড় মৌজার সিএস ১২৩ নম্বর দাগের ৩০৯/৬০৪ আরএস দাগে বেহাত বনভূমি উদ্ধারে উচ্ছেদ মোকদ্দমা দায়ের করে বন বিভাগ।

উচ্ছেদের পূর্বে জবরদখলকারীদের বনভূমি ছেড়ে দিতে নোটিশ ও মাইকে ঘোষণা দেয়া হয়।সালনা বিট কাম চেক স্টেশন অফিসার মো. বিপ্লব হোসেন জানান,অভিযানে একটি আধাপাকা বাড়ী ও ১৩টি টিনসেড বাড়ী উচ্ছেদসহ পাশাপাশি একটি কারখানার দখল থেকেও বনভূমি উদ্ধার করা হয়েছে।জবরদখলকৃত বনভূমি উদ্ধার অভিযানে রাজেন্দ্রপুর সহকারী রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানসহ বিভিন্ন বিটের স্টাফরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর