শুক্রবার   ১৮ জুলাই ২০২৫   শ্রাবণ ২ ১৪৩২   ২২ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

গাজা নিয়ে ‘সুখবর’ আছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫  


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি এ কথা বলেন। 

অবশ্য গাজা নিয়ে ঠিক কোন ধরনের ‘সুখবর’ তার কাছে রয়েছে, তা খোলসা করেননি প্রেসিডেন্ট।  খবর আনাদোলুর।

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব উচ্চপর্যায়ে কাজ করছি। আপনি দারুণ কাজ করছেন। ’

যদিও ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তবে তার এ মন্তব্য এমন সময়ে এলো যখন তিনি হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ডিনার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন। 

অনুষ্ঠানটি প্রেসের জন্য ‘ক্লোজড’ হিসেবে তালিকাভুক্ত থাকলেও অতীত অভিজ্ঞতায় দেখা গেছে প্রেসকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে।

আনাদোলু বলছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের এই বৈঠকটি এমন সময় হচ্ছে, যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে কাতারে ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো গত মঙ্গলবার জানায়, দোহায় গত ২৪ ঘণ্টায় এই আলোচনায় ‘নাটকীয় অগ্রগতি’ হয়েছে। গত ৬ জুলাই শুরু হওয়া আলোচনায় মূল লক্ষ্য হলো যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের একটি চুক্তিতে পৌঁছানো।

ইসরাইলের চ্যানেল ১৩ এক প্রতিবেদনে বলেছে, ‘চুক্তির পথে এখন বাধা নেই’।  আলোচনা সঙ্গে সংশ্লিষ্ট এক ইসরাইলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহারে ‘অতিরিক্ত নমনীয়তা’ প্রদর্শনের অনুমোদন দিয়েছেন, যা আলোচনার গতি বাড়িয়েছে।

এই বিভাগের আরো খবর