সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৪

গাংনীতে মায়ের কাছে টাকা না পেয়ে শিশুর আত্মহত্যা

গাংনী(মেহেরপুর)সংবাদদাতা:

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

গাংনীতে  মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে ইসমাইল হোসেন (১০) নামের এক শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রাইপুর গ্রামে মায়ের উপর অভিমান করে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে  ইসমাইল হোসেন আত্মহত্যা করে। শিশু ইসমাইল হোসেন রাইপুর গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।


নিহত শিশুর মা আফরোজা খাতুন জানান, আমার ছেলে আমার কাছে টাকা চাই। আমি অভাবের সংসারে ছেলেকে টাকা না দিতে না পারায় অভিমান করে আত্মহত্যা করেছে। এসময় মায়ের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে।


ইসমাইল হোসেনের বোন বৃষ্টি খাতুন জানায়, ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় আমি দেখতে পাই। এরপর তাড়াতাড়ি করে নামিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়ার পথে সে মারা যায়।


এব্যাপোরে গাংনী থানার ওসি  ওবাইদুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর