সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩২

গাংনীতে প্রতিবন্ধী ভিক্ষুকের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

গাংনী(মেহেরপুর)প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০  

গাংনীতে শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চর গোয়ালগ্রাম গ্রামের মালিথাপাড়ার মৃত আকুল বিশ্বাসের ছেলে পালান বিশ্বাস (৬৫) মাঠে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।আজ রবিবার ভোর  সাড়ে ৭ টার সময় চর গোয়ালগ্রামের কয়েকজন কৃষক গোরস্থান পাড়ার (কামার দাঁড়া দক্ষিণপাড়া)  মাঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে  এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা  পুলিশে জানালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।


ঝুলন্ত লাশ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও আসলে পালান বিশ্বাস প্রকৃত পক্ষে অভারের তাড়নায় আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীরা জানায়। 
প্রতিবেশীরা  জানায়, পালান একজন শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক মানুষ। অভাবের কারণে সে গ্রামে ও হাটে বাজারের সাহায্য সহযোগিতা নিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি প্রতিবন্ধী হওয়ায় হাটুতে হাট লাগিয়ে চলাফেরা করতো। কখনও কোমর তুলে খাড়া হয়ে চলাফেরা করতে পারতেন না। 
তার দুই মেয়ে  বড় মেয়ে সাহারবানু ও ছোট মেয়ে রেখা খাতুন । ছোট মেয়ে একই গ্রামের অন্য পাড়ায় ২ ছেলে মেয়ে সংসার চালায়। অন্য মেয়ে ঘর জামাই হিসাবে বাড়িতে বসবাস করে। স্ত্রী কদভানু জানায়, সে প্রতিদিনের মত মাঠে খড়ি আনতে যাই। আজও সকালে খাওয় াদাওয়া  করে মাঠে যায়। আমার স্বামী একজন ভাল মানুষ। সম্প্রতি মাথায় কিছুটা গোলমাল হয়েছিল।


এব্যাপোরে গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছোট গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা নিয়ে সন্দেহ  দেখা দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর