ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১০

খিলা ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ

প্রকাশিত: ৬ মে ২০২৩  

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮ নং খিলা ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা শনিবার বান্দুয়াইন দারুল উলুম দাখিল মাদ্রাসায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

 

পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল্লাহ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার বাঙালী, ইউপি চেয়ারম্যান আল-আমিন ভূঁইয়া প্রমুখ।

 

 

 

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে আওয়ামীলীগ নেতা মাকসুদুর রহমান হিলালী, মাস্টার রুহুল আমিন, দেলোয়ার হোসেন হিরু, স্থানীয় ইউপি’র প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন, ইউপি সদস্য মহিন উদ্দিন, নবগঠিত কমিটির সদস্যবৃন্দ-সহ উপজেলা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়ন আওয়ামীলীগ এ পরিচিতি সভার আয়োজন করে।

 

সভায় বক্তারা বলেন, উন্নয়নের রূপকার মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের হাত ধরে লাকসাম-মনোহরগঞ্জসহ দেশের উন্নয়ন কর্মকান্ড অভাবনীয় গতিতে এগিয়ে যাচ্ছে। সর্বস্তরের মানুষের কাছে আমাদের এ উন্নয়ন বার্তা পৌঁছে দিতে হবে। নৌকার বিজয় যেখানে উন্নয়নের জোয়ার সেখানে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে দলের কর্মকান্ডে সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

অনুষ্ঠানে নবগঠিত কমিটির পক্ষ আগত অতিথিদের এবং নবগঠিত কমিটির সভাপতি, সেক্রেটারীসহ দায়িত্বশীলদের ফুল দিয়ে বরণ করা হয়।

এই বিভাগের আরো খবর