ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪০

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যায় গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম

প্রকাশিত: ১০ মে ২০২৩  

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যাকান্ডের এক হত্যাকারী ও সহযোগী র‌্যাবের হাতে আটক, পুলিশের অভিযানে ৩আগ্নেয়াস্র ও বুলেটসহ এক সহযোগী আটক।

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যাকান্ডের এক হত্যাকারী ও সহযোগী র‌্যাবের হাতে আটক, পুলিশের অভিযানে ৩আগ্নেয়াস্র ও বুলেটসহ এক সহযোগী আটক।

কুমিল্লার গৌরীপুরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকান্ডে বোরকা পরিহিত তিনহত্যাকারীর মধ্যে এক হত্যাকারীও পলায়নে সহযোগীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সকালে র‌্যাব-১১ সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাংবাদিকদের। তিনি বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের মামলায় গত ৯ মে বিকালে ও রাতে পূর্বে গ্রেফতারকৃত আসামীদের থেকে প্রাপ্ত তথ্য, নিজস্ব গোয়েন্দা তথ্য ও তথ্য  প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকা থেকে এই হত্যাকান্ডে বোরকা পরিহিত তিনজন হত্যাকারীর একজন মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলুকে গ্রেফতার করা হয়। একই সাথে কুমিল্লা জেলার তিতাস থানার গাজীপুর এলাকা থেকে হত্যাকান্ডে আসামীদের দেশের ভিতরে ও বাহিরে পলায়ন করার পথ তৈরীকারী মোঃ সাহিদুল ইসলাম ওরফে সাদ্দাম মাস্টারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দেলোয়ার অপর দুই হত্যাকারীর নাম আরিফ ও কালামনির বলে জানায়। তিনি আরোও বলেন, গ্রেফতারকৃত আসামীরা অর্থের প্রলোভনে এ কাজের
সাথে জড়িত হয়েছে। হত্যাকারী দেলোয়ার এর নামে পূর্বেও ২টি হত্যামামলাসহ ৬টি মামলা রয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। এদিকে আলোচিত এ মামলায় হত্যাকান্ডের সময় আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন,অত্যাধুনিক বিদেশী আগ্নেয়াস্ত্র সহ একজনকে আটক করেছে কুমিল্লা জেলা পুলিশ। আজ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার। তিনি বলেন, গত ৯মে রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুড়িচং নিমসার বাজার এলাকা থেকে মো. মাজহারুল ইসলাম সৈকত নামের একজনকে আটক করা হয়েছে। তিনি হত্যাকান্ডে অংশগ্রহণকারীদের পরিচিত। তার দেওয়া তথ্য অনুসারে মধ্যরাতে চান্দিনা থেকে ব্যাগের মধ্যে থাকা ২টি অত্যাধুনিক বিদেশি পিসÍল, ১টি রিভলবার, ২৪টি বুলেট, ২টি নেকাব, ১টি জিন্স প্যান্ট সহ ৭টি মোবাইল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে চান্দিনা থানায় আসামীদের বিরুদ্ধে আলাদাভাবে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় হয়েছে বলে জানান তিনি। 

এই বিভাগের আরো খবর