বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩২

কুমিল্লার পুকুরে সাকার ফিস,দেখতে উৎসুকদের ভিড়

সাইফুল ইসলাম ফয়সাল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  

কুমিল্লার একটি পুকুরে একটি সাকার ফিশ পাওয়া গেছে। শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালখড়পাড় গ্রামের শফিকুল ইসলামের পুকুরে জেলেদের জালে এই মাছটি ধরা পড়ে। আশপাশের গ্রামের উৎসুক মানুষ মাছটি দেখার জন্য ভিড় করে। প্রথমে কেউ বলেন হাঙ্গর কেউবা বলেন বাগাড় মাছ। পুকুরের মালিক শফিকুল ইসলাম বলেন, পুকুরে জাল ফেলার পর মাছটি উঠে আসে। প্রথমে ভয়ংকর সাপ মনে করেছিলাম। পরে অনেকে বললো সাপ নয়। পুকুর পাড়ে তুলে আনার পর মনে হয়েছে এটি বাগাড় মাছ।
স্থানীয় যুবক রিফাত, রুবেল, শুভ, ফারুকরা জানান, মাছটির কথা শুনে দেখতে যাই। পরে গুগুল করে দেখি এটি ভয়ংকর সাকার ফিশ। এই মাছ যে পুকুরে থাকে সে পুকুরে অন্য মাছ হয় না।
কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন বলেন, সাকার ফিস চাষ নিষিদ্ধ করেছে সরকার। কালখড়পাড়ে যে মাছটি পাওয়া গেছে এটিকে সাকার মাউথ ক্যাটফিশ বলে। মৎস্য চাষীদের প্রতি আমাদের আহবান থাকবে -পুকুর জলাশয় কিংবা নদীতে এ মাছ পাওয়া যাবে সেটিকে যেন ধ্বংস করা হয়। কারণ সাকার ফিশ বা সাকার মাছ পুকুরের অন্য মাছগুলো খেয়ে ফেলে। 

এই বিভাগের আরো খবর