বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৭

কুমিল্লা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সাইফুল ইসলাম ফয়সাল

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১  

কুমিল্লা বুড়িচং উপজেলা সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় এ ঘটনা ঘটে। বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮ টার দিকে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার ময়নামতি এলাকায় সিলেটগামী তিশা গোল্ডেন পরিবহণের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো-ব ১৫-৩৬৯১) এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি সিএনজিটিকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন নারী নিহত হয়। এছাড়াও ময়নামতি জেনারেল হাসপাতালে নেয়ার পর আরো একজন নিহত হয়। এ ঘটনায় বাস ও সিএনজির আরো অন্তত ১০ জন যাত্রী আহত হয়।ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসেছি। যারা মারা গেছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো।
 

এই বিভাগের আরো খবর