বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে গেল কুমিল্লা ওয়ারিয়র্স

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

 

খোলস বদলে একটু ভিন্নভাবে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বিপিএলের সপ্তম আসরের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল।

বদলে গেছে দলগুলোর নামও। এবার বিগত ছয়টি আসরের মত দলগুলো ফ্র্যাঞ্চাইজির অধীনে থাকছে না। সরাসরি বোর্ডের ব্যবস্থাপনায় থাকা দলগুলোর নামও তাই পাল্টে গেছে।

ইতোমধ্যে সপ্তম আসরের অংশগ্রহণকারী সাতটি দলের নাম চূড়ান্ত করা হয়েছে। দলগুলো হল- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

কোনো ফ্র্যাঞ্চাইজি না থাকলেও এবার দলগুলোর সাথে থাকবে স্পন্সর, যারা দলের নাম ঠিক করেছে। এছাড়া কোচ-খেলোয়াড় বাছাইয়েও বড় ভূমিকা রাখবে স্পন্সররা।

দলের সংখ্যা সাত হলেও স্পন্সর আছে পাঁচটি। রংপুর রেঞ্জার ও কুমিল্লা ওয়ারিয়র্সের কোনো স্পন্সর বা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পাওয়া যায়নি, তাই তাদের স্পন্সর হিসেবে কাজ করবে খোদ বিসিবি।

ঢাকা প্লাটুনের স্পন্সর হয়েছে যমুনা ব্যাংক। এছাড়া সিলেট থান্ডার্স, রাজশাহী রয়্যালস, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্পন্সর হয়েছে যথাক্রমে জিভানি ফুটওয়্যার, আইপিসি, মাইন্ড ট্রি ও আকতার ফার্নিচার্স।

এদিকে কুমিল্লা দলের নাম পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করেছে কুমিল্লার ক্রিকেট ভক্তরা। তারা মনে করেন আগের নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স রেখেই আগামি আসর আয়োজন করা যেত। রবিবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। দল গোছানোর কাজ অনেকটাই সম্পন্ন হবে এদিন। বিপিএলের সপ্তম আসর শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। এর আগে ৮ ডিসেম্বর আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এবারের বিপিএলের নামকরণ হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।

এই বিভাগের আরো খবর