বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

কায়রোর জাদুঘর থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট উধাও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫  

মিশরের রাজধানী কায়রোয় জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাব থেকে প্রায় তিন হাজার বছর পুরোনো অমূল্য প্রত্নসম্পদ নিখোঁজ হয়েছে। এটি ছিল ফেরাউন আমেনেমোপের স্বর্ণের ব্রেসলেট, যা ল্যাপিস লাজুলি পাথর দিয়ে অলঙ্কৃত। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানিয়েছে, ব্রেসলেটটির খোঁজে বিশেষ তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি পাচার ঠেকাতে মিশরের সব স্থল, নৌ ও আকাশবন্দরে নিখোঁজ বস্তুটির ছবি পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো ব্রেসলেটের একটি ছবি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। জাদুঘর কর্তৃপক্ষের দাবি, অনলাইনে যে ছবিটি ছড়িয়েছে তা আসল নয়, বরং প্রদর্শনীতে থাকা অন্য একটি ব্রেসলেটের ছবি।

The gold bracelet, believed to be about 3,000 years old, has disappeared from the museum`s restoration laboratory.

ইতিহাসবিদদের মতে, ব্রেসলেটটির মালিক ছিলেন ফেরাউন আমেনেমোপ, যিনি খ্রিষ্টপূর্ব একাদশ শতাব্দীতে ২১তম রাজবংশের শাসক ছিলেন। প্রথমে তাকে সাধারণ সমাধিতে শায়িত করা হলেও পরে শক্তিশালী শাসক প্রথম পসুসেনেসের সমাধির পাশে পুনরায় দাফন করা হয়। বিশ শতকের মাঝামাঝি সময়ে তার সমাধি আবিষ্কৃত হয়।

প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের নিখোঁজ প্রত্নসম্পদ খুব দ্রুত আন্তর্জাতিক কালোবাজারে পৌঁছে যেতে পারে। অনেক সময় সেগুলো পাচার হয়ে বিদেশি সংগ্রাহকের হাতে চলে যায়, আবার কখনো মূল্যবান ধাতু উদ্ধার করতে গলিয়েও ফেলা হয়। যদিও এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে, চাপের মুখে চোরেরা হঠাৎ করেই প্রত্নবস্তুটি ফেলে রেখে যেতে পারে।

ঘটনার পর মন্ত্রণালয় ঘোষণা করেছে, পুনর্নবীকরণ ল্যাবের প্রতিটি প্রত্নবস্তু বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ও পুনঃনিরীক্ষণ করা হবে। মিশরে এর আগেও প্রত্নসম্পদ পাচারের একাধিক ঘটনা ধরা পড়েছে, যা প্রাচীন ঐতিহ্য রক্ষায় দেশটির কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরো খবর