সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৭৮

কালিয়াকৈর মৌচাক এলাকায় অন্তঃসত্ত্বা নারীকে মারলো ৪ যুবক

অজয় সরকার ঝুটন,গাজীপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০  

অজয় সরকার ঝুটন,গাজীপুর:গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নেরর কলাবাধা টেকপাড়া পূর্ব শত্রুতার জের ধরে চার মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকে হামলা করে চার যুবক। এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মৌচাক ইউনিয়ন কলাবাধা টেক পাড়া এলাকায়।

আহত জেসমিন অভিযোগে পত্রে জানা যায় যে,পূর্ব শত্রুতার জের ধরে গত ৩/০৮/২০ বিকাল চার ঘটিকার সময় আমি আমার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়েছিলাম চারজন লোক এসে আমাকে এলোপাতাড়ি কিল গুশি মারতে থাকে।  তারমধ্যে কামাল নামে একজন তার হাতে থাকা দা দিয়ে আমাকে আমার হাতের কব্জির বরাবর কুপ মারে। আমি চার মাসের অন্তঃসত্ত্বা জেনেও কাউসার নামের উপর জন আমার তলপেটে লাথি মারে যার ফলে রক্তক্ষরণ শুরু হয়। তাদের সঙ্গী পর আরেক জন ইব্রাহিম আমার গলায় চেপে ধরে। তারপর মাইকেল তার হাতে থাকা লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে আমি তাদের আঘাত সহ্য না করতে পেরে চিৎকার-চেঁচামেচি করতে থাকলে আশেপাশের লোকজন চলে আসে। এই দেখে তারা চারজন আমাকে কোন করার হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন আমাকে নিয়ে কালিয়াকৈরস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করে সেখানে টানা ৯ দিন চিকিৎসা শেষে বাসায় আসলে আসামিপক্ষ লোকজন আমাকে বিভিন্ন পর্যায়ে হুমকি প্রদান করছে। আমি চিকিৎসা অবস্থান থেকে আমার স্বামীকে দিয়ে তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানা অভিযোগ দেই। তারপর কালিয়াকৈর থানা পুলিশ ঘটনার সত্যতা পায় কিন্তু আসামীদের এর বিরুদ্ধে এখন পর্যন্ত আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি যাতে আর কোনো নারীর গায়ে তারা হাত তুলতে না পারে।

এই বিভাগের আরো খবর