ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৬

কমলগঞ্জ ছেলের হাতে বাবা হত্যা

কমলগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ১ মে ২০২৩  

মৌলভীবাজার কমলগঞ্জ বাঘাছড়া চা বাগানে সামান্য ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে হত্যা হয়েছেন পিতা। নিহত ব্যক্তি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘা ছড়া চা বাগানের রবী ঘাষী (৫৫)।

(৩০ এপ্রিল)রবিবার রাত সাড়ে ১১টার দিকে বাঘাছড়া শ্রমিক লাইনের নিজ বাড়ীতে এ নির্মম হত্যাকান্ড ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক পুত্র সুকেশ ঘাষী (২৫) কে আটক করে পুলিশের হাত সোপর্দ করে।

জানা যায়, রবিবার রাতে বাড়ীতে পিতা চা শ্রমিক রবীর সঙ্গে ছেলে সুকেশের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে পিতার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রবী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশে থাকা লোকজন ঘাতক ছেলে সুকেশ কে আটক করে কমলগঞ্জ থানাকে খবর দেয়।

সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এস আই পবিত্র কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক পুত্র সুকেশ ঘাষীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে পিতা খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর