শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৯৬

ওমরা পালনে টিকা নিয়ে জটিলতার অবসান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১  

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ওমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে সৌদি কর্তৃপক্ষের জটিলতার অবসান ঘটেছে। এখন সিনোফার্মের টিকা নিয়ে যেকোনো ব্যক্তি ওমরা পালনে যেতে পারবেন।

বুধবার (১ সেপ্টেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ওমরা পালনে সিনোফার্ম অনুমোদনের পর বুস্টার ডোজের প্রশ্ন আসে না। সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অ্যাকসেপ্ট করছে। যখন সিনোর্ফাম অনুমোদন দেয়নি তখন ছিল বুস্টার ডোজের কথা। কিন্তু যে মুহূর্তে সিনোর্ফাম অনুমোদন দিয়েছে তখনতো বুস্টার ডোজের প্রশ্ন আসে না।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের অনেক লোক সিনোর্ফামের টিকা নিয়েছে। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ সিনোর্ফামকে অ্যাকসেপ্ট করছে।

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব আলী, মোকাম্মেল হোসেন।