বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০৮

এসএ গেমস: আর্চারিতে স্বর্ণ জেতা শুরু বাংলাদেশের

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

 

সোনার পদক ছিনিয়ে আনবেন বাংলাদেশের আর্চারিরা। এমন প্রত্যাশা নিয়েই দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে গিয়েছিলেন রোমান সানারা।

হতাশ করেননি দেশকে। আজ সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিলেন তারা।

শ্রীলঙ্কাকে এসএ গেমসে আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ভে সোনার পদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলামের সমন্বয়ে গঠিত দলের দারুণ নৈপুণ্যে লঙ্কান আর্চারদের হারাল বাংলাদেশ।

নেপালে এসএ গেমসের চলমান ১৩তম আসরে আর্চারি থেকে এটি বাংলাদেশের প্রথম সোনা জয়।

আর এ পদকসহ এখন পর্যন্ত সবমিলিয়ে এবারের আসরে বাংলাদেশের সোনার পদকের সংখ্যা গিয়ে দাঁড়াল আটটিতে।

এসএ গেমসে অন্য যে কোনো ইভেন্ট থেকে আর্চারিতে বাংলাদেশের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশার প্রথমটিতে সফল হলো বাংলাদেশের আর্চাররা।

আর্চারিতে থেকে আরও ৫টি স্বর্ণ জেতার আশা রয়েছে আজ। যেখানে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা, মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ইতি খাতুন, ছেলেদের কমপাউন্ড এককের ফাইনালে সোহেল রানা, মেয়েদের কমপাউন্ড এককের ফাইনালে সোমা বিশ্বাস এবং মেয়েদের দলগত রিকার্ভের ফাইনালে লড়বে বাংলাদেশ।

এবারের আসরের দ্বিতীয় দিনে তায়কোয়ান্দো থেকে প্রথম সোনা জিতেছে বাংলাদেশ। তৃতীয় দিনে লাল-সবুজের প্রতিনিধিরা কারাতে থেকে তিনটি সোনার পদক পেয়েছে। সবগুলো এসেছিল । তিন দিন পর তিনটি সোনার পদক জেতে বাংলাদেশ। দুটি ভারোত্তোলনে, একটি ফেন্সিংয়ে।

এই বিভাগের আরো খবর