শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৬

এবার মডেল হলেন ডিপজল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন ২০২১  

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এবার হিসেবে কাজ করলেন তিনি। রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলের মডেল হয়েছেন এই দাপুটে অভিনেতা।

গৌতম সাহার কোরিওগ্রাফীতে সম্প্রতি ডিপজলের বাড়িতে এর ফটোশুট হয়েছে। নাঈম আহমেদের ক্যামেরায় ডিপজলের সঙ্গে মডেল হয়েছেন তৃণ ও এনিলা তানজুম।

দাপুটে অভিনেতা ডিপজল সাধারণত ফটোশুট করেন না। এর মাধ্যমে প্রথমবার মডেল ফটোশুট করেন এই অভিনেতা। এ প্রসঙ্গে ডিপজল বলেন, চলচ্চিত্রের বাহিরে আমার কাজ করা হয় না। রয়েল মালাবারের পোশাক আমার কাছে ভালো লেগেছে। ব্রান্ডটিও বেশ ভালো যে কারণেই এর মডেল ফটোশুট করেছি।

এদিকে রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলের ম্যানেজিং ডিরেক্টর মো. আসলাম খান অপু বলেন, ডিপজল ভাইয়ের অসংখ্য ফ্যান রয়েছে। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এটা অনেক ভালো লাগার।

বর্তমানে ডিপজল বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনা করছেন।

এই বিভাগের আরো খবর