বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৮

এক ঘণ্টায় গুঁড়িয়ে গেল বাংলাদেশ!

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

 

ইডেন টেস্টের তৃতীয় দিন ইনিংস পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু সেই চ্যালেঞ্জে এক ঘণ্টাও টিকল না বাংলাদেশ। ৪৭ মিনিটে শেষ হয়ে যায় ইনিংস। আজ রোববার দিনের শুরুতেই বাংলাদেশকে গুঁড়িয়ে ইনিংস ও ৪৬ রানে জেতে ভারত। ফলে ২-০-তে সিরিজ জেতে নেয় বিরাট কোহলির দল।

আজ রোববার দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ শিবির। মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে নামা এবাদত হোসেন থাকতে পারলেন না বেশিক্ষণ। উমেশ যাদবের বলে স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। এরপর একে একে ফিরে গেলেন মুশফিক, আল-আমিনরা। বাংলাদেশের পক্ষে একার লড়াইয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মুশফিক।

গতকাল শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৫২ রানে দিন শেষ করে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ছিলেন মুশফিকুর রহিম ৫৯ রান নিয়ে।

ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসেও চরম ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। আগের ম্যাচে ১২ রান করা ওপেনার সাদমান ইসলাম এই ইনিংসে ফেরেন ‘গোল্ডেন ডাকে’। তিনে ব্যাট করতে নামা অধিনায়ক মুমিনুলও ফেরেন শূন্য রানে। এর আগে প্রথম ইনিংসেও রানের খাতা খোলার আগে বিদায় নেন তিনি।

আগের ম্যাচে ৪ রান করা ইমরুল কায়েস এবার করলেন ৫ রান। সঙ্গে মিঠুন করলেন ৬ রান। সব মিলিয়ে ১৩ রান তুলতেই চার উইকেট হারায় বাংলাদেশ। এরপর পেশিতে টান লেগে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ ৩৯ রানে। শেষ পর্যন্ত তিনি যদি আর না নামতে পারেন, তাহলে ‘কনকাশন’ পদ্ধতিতে আরেকজন ব্যাটসম্যান খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

অবশ্য এরই মধ্যে ‘কনকাশন’ পদ্ধতিতে দুজন ব্যাটসম্যানকে খেলিয়েছে বাংলাদেশ। ড্রেসিংরুমে বাকি আছেন শুধু মুস্তাফিজুর রহমান। বদলি খেলোয়াড় নিয়েও বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ফেরার পর শেষ পর্যন্ত ১৫২ রানে দিন শেষ করে সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৪৭ রান সংগ্রহ করেছে ভারত। ২৪১ রানের লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।

গত শুক্রবার ইডেন টেস্টে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। শেষ সেশনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৪ রানে প্রথম দিন শেষ করে ভারত। দিন শেষে উইকেটে ছিলেন বিরাট কোহলি (৫৯) ও অজিঙ্কা রাহানে (২৩)। ৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত।

এই বিভাগের আরো খবর