ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৮ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১২

উল্কাপিণ্ড থেকে পৃথিবী রক্ষার মিশন শুরু নাসার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

এ উদ্দেশ্যে মার্কিন মহাকাশ সংস্থা নাসার ডার্ট মহাকাশযান বহন করা একটি ফ্যালকন ৯ রকেট বুধবার ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ মহাকাশ ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছে। 

পরীক্ষাটি চালানো হবে আইফেল টাওয়ারের চেয়েও দ্বিগুন উচ্চতার (৭৮০ মিটার) ডাইমর্ফোস নামে একটি গ্রহাণুর ওপর। 

নাসার মহাকাশযানটি এর ওপর আঘাত হানবে এবং তারপর পরীক্ষা করে দেখা হবে- এর কক্ষপথ এবং গতিবেগে কোন পরিবর্তন হলো কিনা। উল্কাপিণ্ড ধ্বংস করে পৃথিবী রক্ষায় এবারই প্রথমবারের মতো এই ধরণের প্রযুক্তি পরীক্ষা করছে নাসা।

কয়েকশ’ মিটার আকারের একটি উল্কাপিণ্ড যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে তা কোনও একটি উপমহাদেশ জুড়ে ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে।

বলা হচ্ছে ১৬০ মিটার চওড়া কোনো গ্রহাণু যদি বিস্ফোরিত হয় সেটা হবে একটি পারমাণবিক বোমার চাইতেও বহুগুণ বেশি প্রচণ্ড। এতে জনবসতি আছে এমন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে এবং হাজার হাজার মানুষ মারা যাবে।

এই বিভাগের আরো খবর