শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

ইতিহাসে প্রথম নারী আর্চবিশপ পেল চার্চ অব ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫  

ইতিহাসে প্রথম নারী আর্চবিশপ পেয়েছে চার্চ অব ইংল্যান্ড। ক্যান্টারবারির নতুন আর্চবিশপ হিসেবে সারাহ মুলালিকে নিয়োগ দেওয়া হয়েছে। চার্চটির এক হাজার ৪০০ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো নারী এ পদ পেলেন। খবর বিবিসির

আর্চবিশপ হওয়ার মাধ্যমে মুলালি বিশ্বজুড়ে থাকা ৮ কোটি ৫০ লাখের মতো অ্যাংলিকান খ্রিস্টানের অলঙ্কারিক প্রধানও হলেন। কিন্তু একজন নারী এ পদে আসায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র হওয়ার আশঙ্কা সৃষ্টি হল।

১১ বছর আগে শুরু হওয়া সংস্কারের পথ ধরে আর্চবিশপ পদে নারী নিয়োগের পথ সুগম হয়েছিল। ক্যান্টারবেরির ১০৬তম আর্চবিশপ হিসেবে নাম ঘোষিত হওয়ায় মুলালি ব্রিটিশ জনজীবনের সর্বশেষ সেই খাতগুলোর একটির নেতৃত্বে এলেন, যেখানে আগে কেবল পুরুষদেরই নেতা দেখা গেছে।

কিন্তু বিশ্বজুড়ে থাকা অ্যাংলিকান খ্রিষ্টানদের সিংহভাগ এই নিয়োগ মেনে নেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকছেই। এই খ্রিষ্টানদের দুই তৃতীয়াংশেরই বাস নাইজেরিয়া, কেনিয়া ও উগান্ডার মতো আফ্রিকার দেশগুলোতে।

৬৩ বছর বয়সী মুলালি একসময় নার্স ছিলেন। ২০০০ এর দশকের শুরুর দিকে তিনি ইংল্যান্ডের প্রধান নার্সিং কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন। তিনি চার্চগুলোতে একটি উন্মুক্ত ও স্বচ্ছ সংস্কৃতি তৈরি করার পক্ষে কাজ করছেন, যেখানে ভিন্নমত ও মতবিরোধের স্থান থাকবে।

রাজা চার্লসের আনুষ্ঠানিক সম্মতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় শুক্রবার চার্চ অব ইংল্যান্ডের নতুন নেতা মুলালির নাম ঘোষণা করেন।

রাজা হিসাবে চার্লসই চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ গভর্নর; ষোড়শ শতকে ক্যাথলিক চার্চ থেকে আলাদা হওয়ার পর রাজা অষ্টম হেনরি এই পদ সৃষ্টি করেছিলেন।

এই বিভাগের আরো খবর