বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৯

ইডেন টেস্টে ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা ও মমতা ব্যানার্জি

তরুণ কণ্ঠ ডেস্কঃ

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৯  

 

কলকাতার ইডেন গার্ডেনসে ফ্লাডলাইটের আলোয় প্রথমবার গোলাপি বলে খেলতে নামবে বাংলাদেশ-ভারত। ইডেন গার্ডেনসের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে এই টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব অভিষেক ডালমিয়া সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

এই ম্যাচে একটা বিশেষ উদ্যোগও নিয়েছে বিসিসিআই। প্রথম দিনে ২০ জন স্তন ক্যানসার জয়ী উপস্থিত থাকবেন। সিএবি তাঁদের সম্মানিত করবে বলেও জানানো হয়েছে। আর টেস্টের তৃতীয় দিন ক্যানসার আক্রান্তরা খেলার দেখার সুযোগ পাবেন।

ম্যাচটি কীভাবে আকর্ষণীয় করা যায়, তা নিয়ে দফায় দফায় আলোচনায় বসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এই টেস্টকে কেন্দ্র করে আমন্ত্রণ পেয়েছেন অনেক তারকা। আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের তারকা সংগীতশিল্পী রুনা লায়লা। তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, সানিয়া মির্জা, কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ, ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মেরি কম ও অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা।

এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’

এ ছাড়া এই ম্যাচের আগে দেখা যেতে পারে ‘হেলিকপ্টার শো’। ম্যাচের আগে হেলিকপ্টার থেকে আবির ছড়িয়ে শুরু হতে পারে এই ঐতিহাসিক টেস্ট। সিরিজের ট্রফিও নামতে পারে হেলিকপ্টার দিয়ে।

এই বিভাগের আরো খবর