বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৭

আরো এক মৌসুম বার্সায় থাকছেন মেসি!

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০  

লিওনেল মেসির বাবার সঙ্গে ক্লাব বার্সেলোনা সভাপতির মিটিংয়ের পরদিনই বদলে গেল চিত্র। আরও এক মৌসুম বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টাইন তারকা। এমন দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের পর, ক্লাব ছাড়ার কথা জানান মেসি। তার বুরোফ্যাক্স নিয়ে তোলপাড় শুরু হয় ফুটবল বিশ্বে।

শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন তিনি। ফ্রি ট্র্যান্সফারের দাবি নিয়ে বুধবার বার্সা সভাপতির সঙ্গে দেখা করেন আর্জেন্টাইন তারকার বাবা হোর্হে মেসি। কিন্তু, তাতে সম্মতি জানায়নি কাতালান ক্লাবটি। তারা জানিয়ে দেয়, চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব ছাড়তে চাইলে, বাইআউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করতেই হবে।

সব ধরনের জটিলতা এড়িয়ে যেতে শেষ পর্যন্ত ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু'ই থাকবেন মেসি।

এই বিভাগের আরো খবর