বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৬

আজও বায়ু দূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২  

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুসারে ঢাকার স্কোর দাঁড়িয়েছে ২৩১।


তালিকায় ঢাকার পরে রয়েছে দিল্লি এবং আক্রা। শহর দুইটির স্কোর যথাক্রমে ২০৩ এবং ১৯৯।

বায়ু বিশেষজ্ঞরা বলেন, ১০১ থেকে ২০০-এর মধ্যে মাত্রা থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১ থেকে ১০০ ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ বলা হয়।

এই বিভাগের আরো খবর