বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৭

অনিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১  

সোমবার (২৫ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-কমার্স নিয়ে এক বৈঠক শেষে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সব ব্যবসায়ীকে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। যারা নিবন্ধন করবে না, তারা ব্যবসা থেকে আউট হয়ে যাবে। এ নিবন্ধন করতে কোনো খরচ নেই।

এ সময় ই–কমার্সের আটকে থাকা ২১৪ কোটি টাকা ফেরতের ব্যবস্থা হচ্ছে বলেও জানান টিপু মুনশি। তিনি বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকাগুলো ফেরত দেওয়ার উপায় বের করা হচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

এই বিভাগের আরো খবর