বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৭

হাজীগঞ্জে মাইকে হ্যালো বলতেই এক যুবকের মৃত্যু। 

মুহাম্মদ বশির আহমাদ 

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাইকে হ্যালো বলতেই মোজাম্মেল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের হরিমন্দিরে এই মৃত্যুর ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য আক্তার হোসেন জানান, মোজাম্মেল (২৮) হরিমন্দিরে ডেকোরেশনের কাজ করে। সাউন্ড বক্স রেডি করতে গেলে মাইকের সাথে বিদ্যুৎ সংযোগ হয়। মাইক আর সাউন্ড বক্স ঠিক আছে কিনা তা দেখতে গিয়ে মাইক হাতে নিয়ে হ্যালো বলতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত মোজাম্মেল (২৮) ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের হাফিজ উদ্দিন বেপারীর তাজুল ইসলামের ছেলে। মৃত্যু মোজাম্মেলের চার বছর বয়সী একজন ছেলে সন্তান রয়েছে।

এই বিভাগের আরো খবর