রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৯

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০  

বিএসএফের গুলিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরের বেতনা সীমান্তে নাজির উদ্দীন (৩০) ও রবিউল ইসলাম (২০) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে ভারতের উত্তর দিনাজপুরের ফুলবাড়ি থানার ১৭১ কোয়ালীগড় ক্যাম্পের বিএসএফ জোয়ানদের ছোড়া গুলিতে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি অওরঙ্গজেব।

নিহত নাজির উদ্দীন হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে ও রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভাকু মিঞার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে রবিউল ও নাজির উদ্দীনসহ বেশ কয়েকজন বেতনা সীমান্ত তারকাটা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুরের ফুলবাড়ি থানা এলাকায় প্রবেশ করলে কোয়ালীগড় ক্যাম্পের বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রবিউল ও নাজির উদ্দীন গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশ এলাকায় ফিরে আসে। পরে স্থানিয়রা তাদের নিজ পরিবার ও পুলিশকে খবর দিলে পুলিশ দুজনকে উদ্ধার করে। রবিউলকে বালিয়াডাঙ্গী হাসপাতলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় এবং নাজির উদ্দীনকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল নিয়ে যওয়ার পথেই তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে হরিপুর থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

তবে এ ঘটনায় ঠাকুরগাঁও ৫০ বিজিবির সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোন সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

এই বিভাগের আরো খবর