শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৬

সিলেটে লকডাউনে কঠোরতা বাড়ালেও জনসমাগম সীমিত করা যাচ্ছে না

সিলেট জেলা প্রতিনিধি:

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১  

সিলেটে লকডাউনের সপ্তম দিনেও যানবাহন চলাচল সীমিত করতে ও স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের পক্ষ থেকে কঠোরতা বাড়ালেও জনসমাগম সীমিত করা যাচ্ছে না। গতকালের মতো সিলেটের প্রায় প্রত্যেকটি পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে চেকপোষ্ট।  জায়গায় জায়গায় তল্লাশী অব্যাহত রাখা হয়েছে।  তবুও সিলেট মহানগীতে আজ মঙ্গলবার গত কয়েকেদিনে চেয়ে জনসমাগম বেশি লক্ষ করা যাচ্ছে।  

সরেজমিনে মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল থেকে সিলেট মহানগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সড়কে অন্য দিনের তুলনায় রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, মোটর সাইকেল, প্রাইভেট গাড়ি চলাচল করছে। অন্যদিনের তুলনায় অধিক পরিমাণে মানুষের উপস্থিতি রয়েছে প্রতিটি এলাকায়। সেই সাথে লকডাউন বাস্তবায়নে পুলিশের কঠোর অবস্থান লক্ষ করা গেছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বাঁশ টানিয়ে চলছে পুলিশের অভিযান। সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যানবাহন চলাচল না করতে পারে সেজন্য বাঁশ টানানো হয়েছে। বাঁশ অতিক্রম না করতে পেরে অনেকেই ফিরে যেতে দেখা যায়। তবে জরুরী কাজের জন্য যারা বের হচ্ছেন তাদের সার্বিক বিষয় তথ্য নিয়ে পুলিশ ছেড়ে দিতে দেখা গেছে।

সিলেট মহানগরীর চন্ডিপুল, হুমায়ুন চত্বর, কালিঘাট, বন্দরবাজার, মদিনা মার্কেট ও আম্বরখানা এলাকাসহ বেশ কিছু এলাকায় সকাল থেকে জনসমাগম কিছুটা বেশী দেখা গেছে। এছাড়া অলি গলিতে ভাসমান পণ্য বিক্রেতাদের তৎপরতা ছিলো আগের দিনগুলোর চেয়ে একটু বেশী। সেই সাথে সিলেটের গুরুত্বপূর্ণস্থানে হকারদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। 

এছাড়া সিলেটের প্রত্যেকটি প্রবেশমুখে পুলশের চেকপোষ্ট বসানো রয়েছে।  রয়েছে নগরীর ভেতরের পয়েন্টগুলোতেও। সরকারি নির্দেশনা না মানায় সিএনজি অটোরিকশা ও রিকশা থেকে যাত্রীদেরকে নামিয়ে দেয় পুলিশ। 

এছাড়া, লকডাউনের সপ্তম দিনে সিলেট মহানগরের সবকটি কাঁচাবাজার, মুদির দোকান ও ওষুধের দোকান খোলা থাকলেও বিপণীবিতান, মার্কেটসহ সকল ফ্যাশন হাউজ বন্ধ রয়েছে। খোলা রয়েছে নগরীর ইফতারীর দোকানগুলোও।  

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, লকডাউন বাস্তবায়নে সর্বোচ্চ সর্তক থেকে কাজ করে যাচ্ছে পুলিশ।লকডাউন বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছে থানা ভিত্তিক টহল পুলিশ।

 
তিনি সাধারণ মানুষকে বিনা কারণে বাইরে ঘোরাঘুরি না করতে ও প্রয়োজনে মুভমেন্ট পাস নিয়ে বাইরে বের হতে এবং স্বাস্থ্যবিধি মানতে আহবান জানান।  

এই বিভাগের আরো খবর