ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬৮

সিপিএল অভিষেকটা রাঙাতে পারলেন না লিটন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

জ্যামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হল বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাসের। তবে নিজের অভিষেকটা সে অর্থে রাঙাতে পারেননি তিনি। তার দলও জিততে পারেননি।

প্রথমে ব্যাট করে গেইল, ডোয়াইন স্মিথ সমৃদ্ধ জ্যামাইকা ৭ উইকেটে ১৬৫ রান তুলেছিল। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে এক চারে ২১ বলে ২১ রান করেন লিটন। গেইল ৩০ বলে ২৯ রান করেন। ডোয়াইন স্মিথের ৩৮ বলে ৫৮ রানের ইনিংসে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল জ্যামাইকা। কিন্তু পরপর দুই বলে লিটন ও স্মিথের বিদায়ের পর আর সেটা হয়নি।

১৬৬ রানের লক্ষ্যটা মামুলি বানিয়ে ফেলেছিলেন রাহকীম কর্নওয়াল। বিশ্বের সবচেয়ে ভারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড গড়া এই অলরাউন্ডার ওপেনিংয়ে নেমে ৪ চার ও ৫ ছক্কায় ২৫ বলে ৫১ রান করেন।

কর্নওয়ালের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৬৬ রান তুলে সেন্ট লুসিয়া। সপ্তম ওভারে দলকে ৭৯ রানে রেখে কর্নওয়াল বিদায় নেয়ার পর রান তোলার গতি অনেক কমে গিয়েছিল। হার্ডাস ভিলিওন (৩২) ও ড্যারেন স্যামির (১৬*) দুটি ছোট ঝড় ৫ বল থাকতে জয় এনে দেয় স্বাগতিকদের।

জ্যামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হল বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাসের। তবে নিজের অভিষেকটা সে অর্থে রাঙাতে পারেননি তিনি। তার দলও জিততে পারেননি।

প্রথমে ব্যাট করে গেইল, ডোয়াইন স্মিথ সমৃদ্ধ জ্যামাইকা ৭ উইকেটে ১৬৫ রান তুলেছিল। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে এক চারে ২১ বলে ২১ রান করেন লিটন। গেইল ৩০ বলে ২৯ রান করেন। ডোয়াইন স্মিথের ৩৮ বলে ৫৮ রানের ইনিংসে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল জ্যামাইকা। কিন্তু পরপর দুই বলে লিটন ও স্মিথের বিদায়ের পর আর সেটা হয়নি।

১৬৬ রানের লক্ষ্যটা মামুলি বানিয়ে ফেলেছিলেন রাহকীম কর্নওয়াল। বিশ্বের সবচেয়ে ভারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড গড়া এই অলরাউন্ডার ওপেনিংয়ে নেমে ৪ চার ও ৫ ছক্কায় ২৫ বলে ৫১ রান করেন।

কর্নওয়ালের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৬৬ রান তুলে সেন্ট লুসিয়া। সপ্তম ওভারে দলকে ৭৯ রানে রেখে কর্নওয়াল বিদায় নেয়ার পর রান তোলার গতি অনেক কমে গিয়েছিল। হার্ডাস ভিলিওন (৩২) ও ড্যারেন স্যামির (১৬*) দুটি ছোট ঝড় ৫ বল থাকতে জয় এনে দেয় স্বাগতিকদের।

এই বিভাগের আরো খবর