সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

সাংবাদিকদের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১০ জানুয়ারি) রাত ১০টায় বিরামপুরে সাংবাদিকদের উদ্যোগে পৌর শহরের ধানহাটি মোড়ে অবস্থিত ফুডওয়ে রেস্টুরেন্টের নিচতলায় সম্মেলন কক্ষে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক।

‎দোয়া মাহফিল ও আলোচনা সভা সঞ্চালনা করেন, বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল।

‎দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সাধারণ সম্পাদক কামরুজ্জামান এবং সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম।

‎বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

‎তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপি'র নেত্রী নন, তিনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। তাঁর ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

‎তিনি আরও বলেন, দেশনেত্রীর আদর্শ ধারণ করেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে হবে।

‎অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, জুলাই-আগস্ট গণআন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের আরো খবর