বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

শ্রীলঙ্কায় ‘রাক্ষস’ সিনেমার শুটিং শুরু

বিনোদন অনলাইন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

সপ্তাহ খানেক আগে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন রাক্ষস সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় এবং তার ২৮ সদস্যের শুটিং ইউনিট। তবে দেশে থেকে আগে জানা যায়নি শুটিং কখন শুরু হচ্ছে।

 

নির্মাতা হৃদয় জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) থেকে পুরোদমে শুটিং শুরু হয়েছে, যাতে অংশ নিয়েছেন সিয়াম আহমেদ। ছবিতে তার বিপরীতে দেখা যাবে টালিউডের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়কে, যিনি ইতিমধ্যেই শ্রীলঙ্কায় উপস্থিত হয়েছেন।

 

নির্মাতা আরও জানান, শুটিং চলার সঙ্গে সঙ্গে ফুটেজ অনলাইনে ইডিট প্যানেলে যাচাই করা হচ্ছে, যাতে আগামী ঈদুল ফিতরে মুক্তির সময় কোনো তারাহুড়ো না হয়। তিনি বলেন, “শ্রীলঙ্কায় রাক্ষসের ১৮ দিনের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আমরা যথাযথ সময়ে শুরু করেছি এবং আশা করছি নির্ধারিত সময়ে শেষ করে দর্শকদের জন্য দারুণ রাক্ষস উপহার দিতে পারব।”

 

ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় শুরু হয় সিনেমার শুটিং। এরপর এফডিসিতে সাদামাটা আয়োজন করে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

 

সিয়াম-সুস্মিতার পাশাপাশি সিনেমায় আর কারা থাকবেন তা এখনও জানা যায়নি। গুঞ্জন রয়েছে, বলিউডের একজন পরিচিত মুখ এবং বাংলাদেশের কিছু চমকজাগানো মুখও এতে উপস্থিত থাকবেন।

 

রাক্ষস নির্মিত হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন এর ব্যানারে। এর আগে এই প্রডাকশন থেকে বরবাদ সিনেমা নির্মিত হয়েছিল।

এই বিভাগের আরো খবর