শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৪

শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে বাক প্রতিবন্ধি যুবকের মৃত্যু

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ২ জুন ২০২১  

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফাহাদ (২২) নামের এক বাক প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০১ জুন) সকালে স্থানীয় আফির উদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত যুবক বহেরারচালা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, স্থানীয় আফির উদ্দিনের বাড়ীতে সড়ক দুর্ঘটনায় কবলিত একটি অটোরিক্সা রাখা ছিল। ওই স্থানে অটোরিক্সাটিতে বৈদ্যুতিক চার্জের ব্যবস্থা করা ছিল। চার্জের কাজে ব্যবহৃত বিদ্যুতের তারটি অটোরিক্সায় স্পর্শ লেগে সেটি বিদ্যুতায়িত হলে মঙ্গলবার সকালে ফাহাদ ওই অটোরিক্সার স্পর্শে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাকে অটোরিক্সার কাছে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

তিনি আরও জানান, মৃত্যুর বিষয়ে ফাহাদের পরিবারের সদস্যদের কোন অভিযোগ আছে কি না ও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর