বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০০

শাহ্জালাল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি বরিশাল শাখা প্রাঙ্গণে বরিশাল ও ফরিদপুর অঞ্চলের শাখা সমূহের কর্মকর্তাদের সাথে এক ব্যবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে।

পর্যালোচনা সভায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের চরভদ্রাসন শাখার ব্যবস্থাপক কেএম আনিসুর রহমান, বরিশাল শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমানসহ বরিশাল ও ফরিদপুর অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি এবং শাখাসমূহের কার্যক্রম যথাযথভাবে পরিপালনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

এই বিভাগের আরো খবর