সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

শার্টে ‘কাপুর’ লিখে নতুন আলোচনায় আলিয়া ভাট

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬  

বলিউডে খান ও বচ্চন পরিবারের প্রভাব থাকলেও চলচ্চিত্রের ‘রাজপরিবার’ হিসেবে কাপুরদের অবস্থান বরাবরের মতোই আলাদা। কিংবদন্তি রাজ কাপুরের উত্তরাধিকার বহন করা এই পরিবারে বিয়ের পর অল্প সময়েই নিজের জায়গা শক্ত করে নিয়েছেন আলিয়া ভাট।

 

অভিনয়ের সাফল্যের পাশাপাশি পারিবারিক সম্পর্ক রক্ষায়ও আলিয়া যে সমান যত্নশীল, তা নতুন করে চোখে পড়ল সাম্প্রতিক এক ঘটনায়। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সাদামাটা মেকআপ ও পরিমিত সাজে হাজির হন তিনি। তবে তার পরনের শার্টটিই কাড়ে মূল নজর। বুকের কাছে সাদা সুতোয় নকশা করা একটি শব্দ-‘কাপুর’। ছোট্ট এই লেখাই মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে আসে।

 

অনুরাগীদের চোখ এড়ায়নি আলিয়ার এই স্টাইল স্টেটমেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তাকে আখ্যা দিয়েছেন ‘কাপুর পরিবারের কুইন’ হিসেবে, আবার কেউ মনে করছেন-পোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ির প্রতি নিজের ভালোবাসা ও আত্মপরিচয়ের বার্তা দিয়েছেন তিনি।

 

এর আগেও কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নানা সময়ে সামনে এসেছে। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি এবং ব্যস্ত শিডিউলের মাঝেও পরিবারের জন্য সময় বের করে নেওয়া-সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন কাপুর পরিবারের ভরসার নাম।

 

স্বামীর পদবি লেখা শার্ট পরে আলিয়া যেন নীরবেই জানিয়ে দিলেন-তিনি শুধু কাপুর পরিবারের বধূ নন, বরং সেই পরিবারের গর্বিত অংশ।

এই বিভাগের আরো খবর