রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৪

শরীয়তপুরে অটো চোর চক্রের মূল হোতাদের ধরতে পুলিশের চেষ্টা

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধিঃ

প্রকাশিত: ১২ মার্চ ২০২১  

শরীয়তপুর সদর উপজেলার  শৌলপাড়া ইউনিয়নের গঙ্গানগর বাজারের অটো গ্যারেজের মালিক মৃত-ইব্রাহীম বেপারীর ছেলে জসিম বেপারী (৩৮) ও শরীয়তপুর সদর পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর পালং গ্রামের মৃত-জাহেদ আলী মালের ছেলে জয়নাল মাল (৪০) নামে অটো চোর চক্রের দুই মূল হোতাকে হন্যয় হয়ে খুচ্ছে পালং মডেল থানা পুলিশ। 

পালং মডেল থানা পুলিশ সূত্রে জানা যায় যে, গত ৭ই ফেব্রæয়ারী মাদারীপুর জেলার খোয়াজপুর ইউনিয়নের মডেরহাট, হাজী আব্দুছ সালাম বেপারীর ছেলে মোঃ টিপু বেপারীর অটোগ্যারেজ হতে দুটি অটোবাইক চুরি হয়। এই ঘটনায় গ্যারেজ মালিক টিপু বেপারী মাদারীপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এর পর থেকে টিপু বেপারী মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন অটোগ্যারেজে চুরি হয়ে যাওয়া অটো খোঁজতে থাকেন। গত ২৪শে ফেব্রæয়ারী শরীয়তপুর সদর পৌরসভার ৩নং ওয়ার্ড প্রেমতলা তুহিন মালের অটো গ্যারেজে অটো বাইকের সন্ধান মিলে। 

অটো বাইক দুটি উদ্ধারের উদ্যেশ্যে টিপু বেপারী মাদারীপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করলে, মাদারীপুর থানা পুলিশ ও শরীয়তপুর পালং মডেল থানা পুলিশের যৌথ অভিযানে চুরি হয়ে যাওয়া দুটি অটো সহ নড়িয়া উপজেলা নশাসন ইউনিয়নে গাগ্রীজোড়া গ্রামের মোঃ গিয়াস উদ্দিন মালের ছেলে তুহিন মাল এবং অটো চোর চক্রের মূল হোতা জয়নাল মালের ছেলে আল-আমিন মাল পুলিশের হাতে গ্রেফতার হয়। 

অটো চুরির দায়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়া আল-আমিন মাল ঘটনা স্থানে গণমাধ্যমকে বলেন, অটো চুরির বিষয়ে আমি তেমন কিছুই জানি না। আমার বাবা জয়নাল মাল গঙ্গানগর বাজারের অটো গ্যারেজের মালিক জসিম বেপারীর নিকট হতে দুটি অটো ক্রয় করেছেন সেই অটো বিক্রি করার জন্য আমার বাবা আমাকে পাঠিয়েছে। 

এই ঘটনার পর পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, ওসি তদন্ত এস,এম আতিক উল্লাহ, সাব-ইন্সপেক্টর মোঃ ওলিউর রহমান সহ পালং মডেল থানা পুলিশের একটি দল, প্রেমতলা তুহিন মালের গ্যারেজ হতে দুটি অটো এবং জয়নাল মালের বাড়ী হতে চোরাইকৃত ইজি বাইকের অধিক সংখ্যক পার্ট্স, একটি রং করার মেশিন, বেটারী, চেসিজ সহ  নানা প্রকার সরঞ্জাম উদ্ধার করে। জয়নাল মাল ও জসিম বেপারীর বিরুদ্ধে ৪১৩ ধারায় একটি মামলা হয়। গত ৯ই মার্চ মঙ্গলবার পালং মডেল থানার ওসি তদন্ত এস, এম আতিক উল্লাহ এবং চিকন্দী ফারীর ইনচার্জ সহ পুলিশের একটি দল গঙ্গানগর বাজারে জসিম বেপারীর অটো গ্যারেজে অভিযান পরিচালনা করে নানা প্রকার মালামাল জব্দ করে সংশ্লিষ্ট ইউপি মেম্বার হারুন মোল্যার দায়িত্বে জব্দকৃত মালামাল রেখে আসেন।

এ বেপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, অটো চোর চক্রের সাথে জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর