শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১০

লাকসামে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন ২০২১  

কুমিল্লার লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকদের দু'দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি এবং ইউনিক আইডি প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভুইয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়ালের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোবিন হোসেনের সঞ্চালনায় কর্মশালায় উপজেলার ১২টি স্কুলের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
 

এই বিভাগের আরো খবর