শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৮

রোজিনার নি:শর্ত মুক্তির দাবীতে মাগুরা প্রেসক্লাবের মানববন্ধন

ফারুক আহমেদ, মাগুরা

প্রকাশিত: ২১ মে ২০২১  

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের হেনস্থা, মামলা প্রত্যাহার ও তাঁর নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে মাগুরা প্রেসক্লাব । বৃহস্পতিবার ১৯ মে দুপুর ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সাথে একাত্বতা ঘোষনা করে এ মানববন্ধনে যোগ দেয় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী,সহ- সভাপতি আলী আশরাফ,  শ্রীপুর, শালিখা, মহম্মদপুর উপজেলার সাংবাদিকসহ  কণ্ঠবীথি, জাসদ ও নানা শ্রেণি পেশার মানুষ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, খান শরাফত হোসেন, হাসান সিরাজ,সাংবাদিক অলোক বোস,মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবতী ও মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো, জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি ও প্রথম আলো’র জেলা প্রতিনিধি কাজী আশিকুর রহমান সহ প্রমুখ। মানববন্ধন থেকে রোজিনা ইসলামের সাথে অসভ্য আচরণ ও গ্রেফতারে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তাছাড়া এ ঘটনার সুষ্টু তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের দাবী জানানো হয় ।

এই বিভাগের আরো খবর