সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৩

রেললাইনে ঘুমিয়ে প্রাণ হারালেন ৩ যুবক

তরুণ কন্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০  

নেত্রকোণার বারহাট্টায় রেললাইনের ওপর ঘুমিয়ে ট্রেনে কাটা পড়েছে ৩ জন। আজ রোববার ভোররাতে দশাল এলাকার স্বল্পদশাল গ্রামে ব্রাক কার্যালয়ের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের আবদুল হাকিমের ছেলে স্বপন (১৭), রিপন (১৬) ও বড়ু মিয়ার ছেলে মুখলেছ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মাছ শিকারে গিয়ে ভোররাতে রেললাইনে ঘুমিয়ে পড়েন তারা। এ সময় ভোর ৪টার দিকে ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে গভীর ঘুমে থাকা তিনজনের কেউই টের পাননি। ফলে ঘটনাস্থলেই কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর