বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৬

রামপুরায় আম্বিয়া টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

রাজধানীর রামপুরা বাজারের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত রামপুরা বাজারের আম্বিয়া টাওয়ার। ছবি: জুলফিকার জনি

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামপুরা বাজারের আম্বিয়া টাওয়ারে ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ২৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুন লেগেছে বলে জানান তিনি।

ডিউটি অফিসার আরও জানান, ১০তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত। নিচে জুতার খোলা দোকান ছিল।

এদিকে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনে উৎসুক জনতার ভিড়। আগুনে জুতার দোকানগুলো পুড়ে গেছে। ভবনটির দোতলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চতুর্থতলা পর্যন্ত আগুন লেগে কালো হয়ে গেছে।

এই বিভাগের আরো খবর