বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩০

রামগড় উপজেলায় জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার  বটতলা ১নং ওয়ার্ড ও ২নং ইউনিয়নে রামগড় উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ্য জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা রামগড় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) নারীদের আধুনিক প্রযুক্তির সম্পর্কে সচেতনতামূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 দুপুরে ১নং বটতলা পাড়া কেন্দ্র স্কুল কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ নারী ও কিশোরীদের জীবন-জীবিকার মান উন্নয়ন সম্পর্কিত গুরুন্তপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়।

এতে এলাকার অর্ধশত নারী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ করেন। এসময় রামগড় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. মৌসুমী আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান নিগার সুলতানা ,  গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,  রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও জেলার জাতীয় মহিলা সংস্থা মাঠ সমন্বয়ক জগৎ জ্যোতি চাকমা। 

এই বিভাগের আরো খবর