মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৪

রাজবাড়ীতে রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১  

রোববার বেলা ১১টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে প্লাটফর্মে বিক্ষোভ মিছিল করে তারা।

মানববন্ধনে রাজবাড়ী শাখা রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মোসলেম উদ্দিন ফকির সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন রাজবাড়ী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক (লোকো মাস্টার) সরওয়ার আলম।

এ সময় রানিং কর্মচারীদের মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বকেয়া টিএ-ডিএ পরিশোধ করে বেতন বোনাস পেনশন খাতে পর্যাপ্ত বরাদ্দ এবং প্রকল্পের আওতাধীন সকল অস্থায়ী গেটকিপার ও দীর্ঘদিন ধরে অস্থায়ীপদে কর্মরতদের বেতন নিয়মিত ও চাকরি স্থায়ীকরণ করার দাবি জানানো হয়।

বক্তরা বলেন, দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা বৃহত্তর কর্মসূচি দেবেন। একটি পক্ষ রেলওয়েকে অচল করতে ষড়যন্ত্র করছে বলে জানান তারা।

এই বিভাগের আরো খবর