বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

রাজধানীতে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

রাজধানীতে ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার খান বলেন, আমরা খবর পেয়ে তিলপাপাড়ার ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই জানান, এখনো নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই বিভাগের আরো খবর