বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১১

রাজধানীতে পরিত্যক্ত ক্লাবে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি থেকে দীন ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

শাহজাহানপুর থানার উপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে শ্রমিক ইউনিয়নের পরিত্যক্ত একটি ক্লাবের ভেতর দীর্ঘদিন ধরে থাকতেন ওই ব্যক্তি। তিনি ভবঘুরে প্রকৃতির। সোমবার রাতে খবর পেয়ে ক্লাবটির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম দীন ইসলাম, বাবার নাম বাদশা মিয়া বলে জানা গেছে। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মরগাং গ্রামে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি স্ট্রোকের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর