রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১

যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

 

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরান ইন্টারন্যাশনাল জানায়, দেশের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শের পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, ওই আশ্রয়কেন্দ্রে একাধিক টানেল থাকায় খামেনির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসউদ খামেনি বর্তমানে তার অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন এবং সরকারি নির্বাহী শাখার সঙ্গে সমন্বয়ের দায়িত্বও পালন করছেন।

 

গুঞ্জন রয়েছে, ইরানে হামলা চালানোর প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, হামলার পর ইরান থেকে প্রতিহিংসামূলক কোনো পদক্ষেপের জন্য মার্কিন সেনারা সজাগ অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় সামরিক জোট মোতায়েন করছে, যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার, ফাইটার স্কোয়াড্রন এবং বাড়তি আকাশ-ও-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে বিশ্লেষকরা বলছেন, উত্তেজনার পারদ যে খুবই উপরে, তা স্পষ্ট।

এই বিভাগের আরো খবর