সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

মৌলভীবাজারে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬  

মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমূখ ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে বিএনপি'র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১০শে জানুয়ারি) বাদ এশা মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে অনুষ্ঠিত সভায় মনুমূখ বিএনপি'র সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সদর আসনের জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান।

 

বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ফখরুল ইসলাম, উপজেলা বিএনপি'র সভাপতি মুজিবুর রহমান মজনু, আয়াছ আহমেদ,১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ, সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান।

 

উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, জেলা বিএনপি'র সদস্য মোশারফ হোসেন বাদশা, মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, মাহবুব ইজদানি ইমরান, বদরুল আলম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, নুরুল ইসলাম, আব্দুল মুমিন, মনুমূখ ইউনিয়ন চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)শাহ ইমরান সাজু,জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রকি,ইসহাক আহমেদ রাহীন প্রমুখ।

এই বিভাগের আরো খবর