সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০১

মেলান্দহে ইয়াবাসহ কারবারি আটক

শারমিন আক্তার

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০  

জামালপুরে মেলান্দহ উপজেলার চড়পাড়া এলাকা থেকে ২ সেপ্টেম্বর দুপুরে ৭০টি ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

তার নাম মো. জিয়াউর মন্ডল (২১)। তিনি মেলান্দহ উপজেলা চাকদহ (ব্যাপারীপাড়া) গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এবং সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ২ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটের দিকে একটি আভিযানিক দল মেলান্দহ উপজেলার চড়পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় মের্সাস সিনহা ইঞ্জিয়ারিং এন্ড ওয়ার্কশপের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. জিয়াউর মন্ডলকে আটক করা হয়।

তার কাছ থেকে ৭০টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা মাত্র।

আটক মাদক কারবারির বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বিভাগের আরো খবর