বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৬

মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  

রাজবাড়ীর পাংশাতে বাংলাদেশ পরিসংখ্যান বুড়োর উদ্যোগে জনশুমারি ও গৃহ গণনা-২১ প্রকল্পের অধীনে স্মার্ট নাগরিক গঠনের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহাস স্বরূপ মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ করা হয়। 

বুধবার (১২ এপ্রিল)  দুপুরে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩৭ টি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২২২ জনকে ট্যাব বিতরণ করা হয়।

ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায়  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুরো, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া খাতুন প্রমুখ।

এই বিভাগের আরো খবর