বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৭ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫০

মান্দায় এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

মান্দা নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

নওগাঁর মান্দায় এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে  । শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কের  পাশ থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান , বৃহস্পতিবার রাতের কোন এক সময় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ব্যাক্তিটিকে দূরপাল্লার ভারী যানবাহন ধাক্কা দিয়েছে। এতে আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তার এক পার্শ্বে ছিটকে পড়ে মারা যান ওই  ব্যাক্তি।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব- অফিসার নুরুন্নবী বলেন,সংবাদ পেয়ে  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে  নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে । এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।  

মান্দা থানার এস আই সুব্রত কুমার বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসার পর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। 

মান্দা থানার ওসি-তদন্ত মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 

অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর