বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

মব সব জায়গায় চলে না, ঢাকায় ভেসে আসিনি: মির্জা আব্বাস

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬  

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার কথাও জানান।

 

কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, কিছু প্রার্থী এমন ভাষা ও বক্তব্য ব্যবহার করছেন যা স্পষ্টতই উসকানিমূলক। তাদের কথাবার্তা ও আচরণ নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘনের শামিল। তিনি বলেন, যেসব প্রার্থীর সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্য থেকে কেউ কেউ তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মন্তব্য করছেন।

 

তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে যাতে প্রতিপক্ষকে উত্তেজিত করা যায়। এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, কমিশনের উচিত এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা। তবে নিজে কোনো প্রতিক্রিয়ায় না গিয়ে শান্ত থাকার সিদ্ধান্তের কথাও জানান। তার ভাষায়, ‘আমরা চাই, নির্বাচনটা সুষ্ঠু হোক এবং সুন্দর হোক।’

 

এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তার মতে, পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার লক্ষ্যেই কিছু প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং এতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটছে।

এই বিভাগের আরো খবর