শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

মনোহরঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিয়াদ হোসেন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫  

কুমিল্লার মনোহরঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে খিলা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য জনসভার আয়োজন করা হয়। 

​​​​​​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাকসাম পৌরসভার সাবেক সহ-সভাপতি হাজি আমির হোসেন, ৬নং মৈশাতয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন, হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল হক, উত্তরদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন, নাথেরপেটুয়া ইউনিয়নের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান পারভেজ, খিলা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর সামাদ সরকার, উপজেলা সদস্য মমিন মজুমদার এবং খিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন বিএসসি।

 

আলোচনা সভার সভাপতিত্ব করেন খিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার গোলাম ছরোয়ার।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এই বিভাগের আরো খবর