বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৬

মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির ঈদ উপহার সামগ্রী বিতরণ

কুদরত উল্যাহ,মনোহরগঞ্জ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩  

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামীলীগের সহ-সভপতি মোঃ মাকসুদুর রহমানের পক্ষ থেকে উপজেলার পাটিয়ালা গ্রামে তাঁর নিজ বাড়িতে এবং ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫শ’ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন স্বপন, মোহাম্মদ শাহজাহান বেপারি, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, যুবলীগ নেতা সহিদুল ইসলাম, সালাউদিন, ছাত্রলীগ নেতা ওমর ফারুক মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, নতুন কাপড় ও পাঞ্জাবীসহ বিভিন্ন সামগ্রী দেয়া হয়। এ ছাড়া আওয়ামীলীগ নেতা মোঃ মাকসুদুর রহমানের পক্ষ থেকে পবিত্র মাহে রমযানের প্রথম দিকে আরো ৫শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর