সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬০৩

মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০  

মনোহরগঞ্জ উপজেলার ৪ নং ঝলম (উঃ) ইউনিয়নের নোয়াগাও ব্যাপারী বাড়ির একই পরিবারের ২ শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়েছে।নিহত দুই শিশু আপন চাচাত- জেঠাতো ভাই।

নিহত জিয়াদ হোসেন সায়েম (৯) আঃ বারী মজুমদার প্রি ক্যাডেট একাডেমীর ৩য় শ্রেনীর ছাত্র। সে মোঃ মাহবুব আলম ও জান্নাত বেগমের দুই সন্তানের মাঝে বড় এবং শাহাদুজ্জামান শিহাব(৭) কনফিডেন্স কিন্ডার গার্ডেনের নার্সারী ছাত্র। জামাল হোসেন খোকন ও শারমিন বেগম দম্পতির দুই সন্তানের মাঝে সেও বড়।

প্রতিবেশী মোঃ শাজাহান মিয়া এবং নিহত শাহেদের মামা কাউছার আলম জানান- সকালে নাস্তা করে দুই ভাই খেলাধুলা করছিলো।  দীর্ঘক্ষন পর তাদের না দেখে বাড়ীর চারপাশে খোঁজা খুঁজির পর সকাল ১১.০০ ঘটিকর দিকে পুকুর ঘাটলার পাশ্বে দুইজনকে পানিতে ভাসতে দেখলে সেখান থেকে উদ্দার করে নাসা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন।

পরিবারের দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা। এ ঘঠনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর